This review is written in both Bengali and English. It reviews all three OVAs without any spoilers. বাংলাঃ কিছুদিন ধরে আমাকে এক নেশায় পেয়েছে। ৮০-৯০ দশকের Madhouse এর OVA দেখছি। তখন খুজতে গিয়ে এই OVA সিরিজটার সন্ধান পাই। এটি বিখ্যাত মাঙ্গাকা Osamu Tezuka রচিত মাঙ্গার আডাপ্টেসন। মাঙ্গাটির প্রতি ভলুমে একটি করে গল্প আছে। একেকটি গল্পের সেটিং সম্পূর্ণ আলাদা। তবে গল্পগুলোর মধ্যে যোগসূত্র স্থাপন করেছে "Hi no Tori" বা "Immortal Phoenix" এর আবির্ভাব। এর আগেও অবশ্য এইটার খোঁজ পেয়েছিলাম, তখন ম্যাল এ লো স্কোর দেখে আর আগাই নি। এবার সাহস করে দেখলাম। ভাগ্যিস দেখলাম!! এটার স্কোর এত কম হতেই পারে না। কেন?? কারন এতে আছে দৃষ্টিনন্দন আর্ট, সুথিং মিউসিক,আর সর্বোপরি চিন্তা উদ্রেককারী ম্যাচিওর গল্প। একেকটি OVA শেষ করার পর আপনি অবশ্যই কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে যাবেন, গল্পের পিছনের অন্তর্নিহিত দর্শনের খোঁজে। OVA 1 [Houou-hen (Karma Chapter)]: সারাজীবন দুষ্কর্ম করেও একটিমাত্র ভালো কাজের সুফল যেমন পাওয়া যায়, তেমনি একটিমাত্র অমার্জনীয় অপরাধের সাজা থেকেও মানুষ মুক্তি পায় না। এই শিক্ষাটি আপনি এই OVA থেকে পাবেন। ৩টির মধ্যে এইটা সবচেয়ে বেশি Thought provoking। OVA 2 [Yamato-hen (Chapter of Yamato)]: রোমান্টিক ফ্যান্টাসির আড়ালে পাবেন আরেকটি অসাধারন দর্শন। এটার এন্ডিংটা আমার খুব পছন্দের। OVA 3 [Uchuu-hen (Space Chapter)]: স্পেস ড্রামা। ৩টার মধ্যে আমার সবচেয়ে প্রিয়। অসাধারণ সাসপেন্স আর এন্ডিং আছে এটাতে। যারা হাল্কা স্বাদের আনিমের খোঁজ করেন, এই জিনিস তাদের জন্য নয়। বাকি সবাইকে আমি এই ৩টি OVA দেখার অনুরোধ করব। এই ৩টি OVA ছাড়াও TV series আছে, মুভিও আছে। টিভি সিরিজটা Tezuka Productions এর বানানো, আর্ট কোয়ালিটি অত ভালো নয়। English: For a while I've got an addiction. I'm looking for OVAs of Madhouse in the 80s-90s era. Then I came across this OVA series. It is an adaptation of the manga composed by the famous mangaka Osamu Tezuka. There is a story in each volume of the manga. The setting of each story is completely different. However, the stories are linked up by the advent of "Hi no Tori" or "Immortal Phoenix". Actually I came across these before. Then I dared not to try these out, looking at the low scores. This time I dared. Thank God I did!! The score cannot be so low. Why ?? Because it has wonderful art, soothing music, and above all, thought provoking and mature story. After completing one of the OVAs, you will surely be in deep ponder for some time, looking for the underlying philosophy behind the story. OVA 1 [Houou-hen (Karma Chapter)]: A single good deed may save a human immersed in a lifetime of evil deeds. On the other hand, humans can't escape from the punishment of a single unforgivable crime. This is the lesson you will get from this OVA. This is the most thought provoking of the 3. OVA 2 [Yamato-hen (Chapter of Yamato)]: Behind romantic fantasy lies a spectacular philosophy. The ending is my favorite. OVA 3 [Uchuu-hen (Space Chapter)]: Space Drama. This one is my favorite of the 3. It has excellent suspense and ending. This is not for those who seek light anime. To everyone else, I would request to see these 3 OVAs. Apart from these 3 OVAs, there are TV series and movies. But the art quality of the TV series made by Tezuka Productions is not that good. Check this eargasmic ending theme :D https://www.youtube.com/watch?v=-HTM8WIumXc